Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ নভেম্বর ২০১৫

উদ্ভিদ বৈচিত্র বিষয়ক কারিগরি সেবা কার্যক্রম

ন্যাশনাল হারবেরিয়ামের কাজ হলো দেশের উদ্ভিদ প্রজাতির সঠিক সনাক্তকরণ, পরিসংখ্যান এবং টেকসই অস্তিত্ব রক্ষার কৌশল বের করা। হারবেরিয়াম উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র-ছাত্রী, গবেষক, ফার্মাসিস্ট, বায়োকেমিস্টগণের চাহিদা মোতাবেক উদ্ভিদ নমুনা সনাক্ত এবং তাদের প্রদত্ত ভাউচার নমুনাসমূহে একসেশন নাম্বার প্রদানপূর্বক সংরক্ষণ করে থাকে। উদ্ভিদ শ্রেণীতত্ত্ব বিষয়ে উচ্চতর গবেষণায় ন্যাশনাল হারবেরিয়াম সাহায্য প্রদান করে আসছে। দেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্ভিদ প্রজাতির টেকসই ব্যবস্থাপনা এবং সংরক্ষণ কার্যক্রমের সাথে যুক্ত বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানকে কারিগরি পরামর্শ প্রদান করে থাকে। উদ্ভিজ উপাদান আমদানি অথবা রপ্তানির ক্ষেত্রে ন্যাশনাল হারবেরিয়াম সঠিক প্রজাতি সনাক্ত করে সার্টিফিকেট প্রদান করতে পারে। কোন প্রকল্প, স্থাপনা, জলবায়ুর ক্ষতিকারক প্রভাব, প্রাকৃতিক দূর্যোগ বা মানব সৃষ্ট কারণে দেশের কোন ফরেস্ট/ ইকোসিস্টেম/এলাকা/অঞ্চল ক্ষতিগ্রস্থ হলে উদ্ভিদ বৈচিত্রের উপর ইহার সম্ভাব্য বিরূপ প্রভাব নির্ণয়ে ন্যাশনাল হারবেরিয়াম ভূমিকা পালনে সক্ষম। সর্বোপরি দেশের নীতি নির্ধারণী পর্যায় হতে সাধারণ ছাত্র-ছাত্রী, গবেষক, চিকিৎসক (বিশেষত: হার্বাল চিকিৎসক), সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও-কে হারবেরিয়াম দেশের উদ্ভিদ প্রজাতি সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকে।